ব্রিজের স্লাবে রডের পরিবর্তে সুপারি গাছ 

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৭ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে এলজিআরইডির ব্রিজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারী গাছ ব্যবহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার  সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে l জানাগেছে গোসনতারা গ্রামের  নূরুল ইসলাম শরিফের বাড়ীর সামনে কাঠালিয়া খালের উপর নির্মিত লোহার স্লাব ব্রিজ মেরামতের কাজ করা হয়l ওই ব্রিজটি পানির চাপে কয়েক বছর আগে হেলেগিয়ে অধিকাংশ স্লাব ক্ষতিগ্রস্ত হয়েছিল l পরে উপজেলা পরিষদ থেকে এডিবির বরাদ্দ থেকে ২০২১- ২২ অর্থবছরে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় l

গত বুধবার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ব্রিজের ২০ থেকে ২৫ টি স্লাব ভেঙে গেছে ওই ভাঙ্গা স্লাব গুলোতে রডের পরিবর্তে ৫ টি করে সুপারী গাছের চেরা (স্থানীয় লোকজন যাকে সুপারীর ডাব বলেন) দিয়ে তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধিন এডিপির আওতায় 

কাউখালী সদর ইউনিয়নে একটি প্যাকেজে ৬ টি উন্নয়ন কাজের দ্বিতীয় নাম্বার ওই ব্রিজ মেরামত কাজ ছিল। মেসার্স হালিমা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী লাভলু খান ওই ব্রিজ মেরামত কাজকার্যাদেশ মোতাবেক ২০২২ সালের ২০ জুন বাস্তবায়ন করেন। 

 সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা  নুরুল ইসলাম শরীফ, স্থানীয় ইউপি সদস্য আজম খান ও ছোট্ট সহ  উপস্থিত এলাকাবাসী জানান, ঠিকাদার অন্য জায়গায় স্ল্যাব তৈরি করে এখানে শুধু এসে ব্রিজে  স্থাপন করেছেন।  গত বুধবার  ২টি স্ল্যাব ভেঙে পড়লে রডের পরিবর্তে সুপারি গাছ দেখে এলাকাবাসী অবাক। এ খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও  সরেজমিনে পরিদর্শন করেন।  এ ব্যাপারে ঠিকাদার লাভলু খানের 01718451416 এই মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাইl

এ বিষয়ে  উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান ঢাকায় প্রশিক্ষণে আছেন এ ধরনের ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেl

 এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, আপনার মাধ্যমে খবর পেয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদেয় ও আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেl

এ বিষয়ে উপজেলা চেযারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন,ইউএনও কে নিয়ে ঘটনাস্থল দেখে  তাৎক্ষনিক সভা করেছি এবং প্রকৌশলীকে আগামী ৮ ঘন্টার মধ্যে ব্যখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি এলাকার সংসদ সদস্য মহোদয়কে, এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলীকে  লিখিত ভাবে জানানো হইছেl  এ দুর্নীতি কোন অবস্থায় ছাড় দেওয়া যায় নাl