চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বানরটি মারা গেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে বানরটি মারা গেছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চিকিৎসকরা।
চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য জানান, চেষ্টা করেও আহত বানরটিকে বাঁচানো গেল না। প্রথম দুই দিন বানরটির অবস্থার উন্নতি হচ্ছিল। খাওয়া দাওয়া করছিল, রেসপন্সও ভালো ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকাল থেকে খাওয়া বন্ধ করে দেয়। যাই খাওয়ানো হচ্ছিল বমি করছিল।