ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে চলন্ত বাস থেকে ফেলে নারী শ্রমিককে হত্যা

শ্রীপুরে চলন্ত বাস থেকে ফেলে নারী শ্রমিককে হত্যা

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের চলন্ত একটি মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে পোশাক কারখানার এক নারী শ্রমিককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত চম্পা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী।

তিনি শ্রীপুর পৌর এলাকার চাপিলাপাড়া গ্রামে হ্যামস্ নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল কারখানা সংলগ্নে ঘটনা ঘটি। ঘটনার পর বাসটি নিয়ে খুব দ্রুত চালক ও হেলপার পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ওই পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে।

খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চম্পার ভাতিজা সুমন মিয়া জানান, সন্ধ্যায় তার চাচি উপজেলার নয়নপুর এলাকায় ছোট বোন লাভলী বেগমের সাথে দেখা করতে বাসায় গিয়েছিলেন। সেখান থেকে রাতে তাকওয়া পারবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি এমসি বাজার পৌঁছার পর চলন্ত বাস থেকে নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাওনা হাইওয়ে থানার (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে বাসের ভেতরে ভাড়া নিয়ে অথবা বসার সিট নিয়ে হেলপারের সঙ্গে চম্পার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। রাতেই হাসপাতাল থেকে লাশ নিয়ে পরিবারের লোকজন গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

হত্যা,চলন্ত,বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত