সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত। বর যাত্রীদের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রীর সাথে (১৬) পাশর্^বর্তী বগুড়ার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনু ইসলামের বিয়ের আয়োজন চলছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার অভিযান চলায়। বরপক্ষ সেসময় বিয়ে বাড়িতে উপস্থিত না হলেও কনের অভিভাককে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। সেইসাথে বরপক্ষের জন্য রান্না করা খাবার পাশর্^বতী বরইতলী আহমদ আলী এতিমখানা ও বেরীপটল হাফেজিয়া কওমি মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।