ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পটিয়ায় স্মার্ট জাতীয পরিচয় বিতরণে

রাষ্ট্রীয় অধিকাংশ কাজের ক্ষেত্রে  স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রয়োজন : নিবার্চন সচিব জাহাঙ্গীর

রাষ্ট্রীয় অধিকাংশ কাজের ক্ষেত্রে  স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রয়োজন : নিবার্চন সচিব জাহাঙ্গীর

বংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো সেবা দেয়া হবে না। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রত্যেকটা নাগরিকের বিভিন্ন তথ্য সমৃদ্ধ একটা ডাটাবেজ রয়েছে। একজন নাগরিক রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছেন। সকলে মূল্যবান সম্পদ যেমন সংরক্ষণ করে থাকেন, তেমনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে নাগরিকের সকল তথ্যাদি নথিভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় অধিকাংশ কাজের ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো নাগরিক রাষ্ট্রীয় সেবা পাবেন না। তাই সকলকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান।

তিনি (৯সেপ্টেম্বর) শনিবার দুপুরে পটিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের পটিয়ায় নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রাথমিকভাবে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধিসহ কয়েকজন সাধারণ মানুষের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সকল নাগরিকের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে বলে নিবার্চন অফিস সূত্রে জানান।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, ইউএনও আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ড. আশিক মাহমুদ, জেলা আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, মহিলা সদস্য ফারজানা সেলিম জিনিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ওসি প্রিটন সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সচিব,স্মার্ট,রাষ্ট্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত