সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের খলিফা ইসহাক আলী সরকারের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নিহতের দুলাভাই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, খলিফা ইসহাক আলী প্রায় ২ বছর আগে স্থানীয় গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়েছিল এবং সে খলিফার কাজ করছিল। কিন্তু আর্থিক সংকট ও শারিরীক অসুস্থতায় এ ঋণের কিস্তি পরিশোধে সে ব্যর্থ হয়।
ঋণদাতের চাপের কারণে সে বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার বিকেলে ওইসব ঋণদাতার লোকজন বাড়িতে আসছেন। এমন খবরে বাড়ি থেকে সে পালিয়ে যায় এবং একই গ্রামের পশ্চিম সড়ক এলাকায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছে, তিনি আতংকে স্টোক করে মারা গেছে। তার লাশ দাফনের প্রস্তুতিও চলছিল। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ ঘটনা স্বীকার করে বলেন, এমন সংবাদে ওইদিন সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং শনিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মারা গেলেও তার কানে আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।