ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়া হাসপাতালে যুক্ত হলো আধুনিক চিকিৎসা সরঞ্জাম

উখিয়া হাসপাতালে যুক্ত হলো আধুনিক চিকিৎসা সরঞ্জাম

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল অটোমেটেড ব্লাড প্রেশার মাপার মেশিন সংযোজন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে HGSP প্রজেক্ট এর আওতায় NCDC’র নির্দেশনা অনুযায়ী এ মেশিনটি সংযোজন করা হয়েছে।

এই মেশিনটির মাধ্যমে রোগীদের ব্লাড প্রেশার আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সঠিকভাবে মাপা সম্ভব হচ্ছে। এছাড়াও, ৪০ বছরের বেশি বয়সী সকল রোগীর সিভিডি (CVD) রিস্ক স্কোর এসেসমেন্ট করে নন কমিউনিকেবল ডিজিজ এর স্ক্রিনিং ও চিকিৎসা, পরামর্শ, লাইফ স্টাইল পরিবর্তনের উপদেশ প্রদান করা হচ্ছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন বলেন, এই নব সংযোজিত ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন রোগীদের উন্নত সেবা প্রদানে সহায়ক হবে।

এই মেশিন সংযোজনে রোগী ও হাসপাতাল উভয়ই উপকৃত হয়েছে বলে জানান ডাঃ রঞ্জন । তিনি বলেন, এই মেশিনটি সংযোজনের ফলে রোগীরা আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে ব্লাড প্রেশার মাপতে পারছেন। এছাড়াও, NCD এর স্ক্রিনিং ও চিকিৎসার মান উন্নত হয়েছে।

উখিয়া,আধুনিক,সরঞ্জাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত