সীতাকুণ্ডে দেড় টন মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত পচা চা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বানুর বাজার এলাকায় আছিব ব্রাদার্স এর গোডাউনে অভিযান চালিয়ে দেড় টন মেয়াদোত্তীর্ণ দূর্গন্ধযুক্ত পচা চা জব্দ করেছে । গতকাল বিকেল তিনটার সময় পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধংস করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
এসময় গোডাউনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
আসিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে চা বোর্ড।
বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে যে, আছিব ব্রাদার্সের মালিক জনাব আছিবুর রহমানের মালিকানাধীন সৈয়দ টি ওয়্যারহাউজ হতে বাগানের ভালো চায়ের বস্তা এই গোডাউনে এনে ভালো চাগুলো সরিয়ে উক্ত বস্তায় নিম্নমানের চা ভরা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উক্ত গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ বিষয়ে চা বোর্ডের উপসচিব মোহাম্মাদ রুহুল আমীন বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে এসব মেয়াদউত্তীর্ন পচা চা ভোক্তাদের কাছে পৌছে যাচ্ছে। এতে স্বাস্থ্য ঝুকি বাড়ছে। চা ব্যবসায় এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।