ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলেন- উপজেলার শালিয়াবহ গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
জানা গেছে, বিকালে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় ঘরে রাখা ইঁদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে পাশ্ববর্তী পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ বলেন, না বুঝে ঘরে থাকা বিষ খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা তদন্ত করছে। সেখানে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও রয়েছে।
এ ব্যাপারে ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দুইটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।