ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

পাবনার সাঁথিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরির সঞ্চাালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. ফারুক মিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর সুত্রে জানা, গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে মাসকালাইয়ের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ৫ কেজি মাসকালাইয়ের বীজ ও ১৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষক,বিতরণ,বিনামুল্যে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত