ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে অধ্যাপক নূরুল আমিনের (৫৮) মৃত্যুর খবর শুনে বড় ভাই আবুল হোসেন (৭২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়েছে।

জানাগেছে, অলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামের মৃত আব্দুল মান্নানের বড় ছেলে আবুল হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে দেখতে যাওয়ার পথে রাজধানীর গুলশান-২ এলাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট ভাই অধ্যাপক নূরুল আমিনের (৫৮) মৃত্যু হয়। তিনি ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং তার বড় ভাই আবুল হোসেন যমুনা সার কারখানায় চাকুরি করতেন।

স্বজনরা জানায়, অধ্যাপক নূরুল আমিনের বড় ভাই আবুল হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগের চিকিৎসায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার বড় ভাইকে দেখতে যান নূরুল আমিন। হাসপাতালে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ওইদিন সন্ধ্যায় স্বজনরা আবুল হোসেনকে তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

রোববার বাদ মাগরিব মৃত আব্দুল মান্নানের ছোট ছেলে নূরুল আমিনের প্রথম জানাজা ভ‚ঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজে ও বাদ এশা গ্রামের বাড়ির পাশে মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চর নিকলা সামাজিক গোরস্থানে দাফন করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে মৃত আব্দুল মান্নানের বড় ছেলে আবুল হোসেনের জানাজা নামাজ শেষে ছোট ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়।

ছোট,ভাই,বড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত