২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুকুল গাজী (৪৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে। আজ সকালে যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যা ব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে। র্যাব আরো জানায়, এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মুকুল গাজী যশোরে আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।