সাভারের শেষ্ঠ স্কাউট নির্বাচিত হলেন তাওসিফ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
সাভার উপজেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে মো. তাওসিফ ফারহান শিকদার। সে মর্নিং গ্লোরি স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাভার ব্রাঞ্চ মো. আরিফ উদ্দিনের ছেলে।
সাভার উপজেলার সকল স্কুলের অংশগ্রহণে বিভিন্ন ক্যাম্প, লিখিত পরীক্ষা ও চ্যালেঞ্জে অংশ নিয়ে সাফল্য অর্জন করায় মূল্যায়নের ভিত্তিতে মো. তাওসিফ ফারহান শিকদারকে শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও গত ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত কোরিয়াতে অনুষ্ঠিত ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে সাভার সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুল ও কলেজ থেকে মো. আরিফ উদ্দিনের ২ ছেলে যথাক্রমে ১০ম শ্রেণীর তাসিন আফনান শিকদার ও ৯ম শ্রেণীর তাওসিফ ফারহান শিকদার কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাভার ব্রাঞ্চ মো. আরিফ উদ্দিনের ছেলে দুইজনের কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সর্বস্তরের জনগণ ও সচেতন মহল।