মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ
একাধিক গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হারুনুর রশিদ এবং বজলুর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড।
আটককৃত হারুনুর রশিদ সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার কদম আলীর ছেলে এবং বজলুর রহমান সদর উপজেলার কাচারি কান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাংস পট্টি থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর সিপিসি ৩ কোম্পানি কমান্ডার আরিফ হোসাইন জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজি করার কথা স্বীকার করেছে আটক দুজন। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি মাংসের দোকানে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদ করার সময় সন্দেহ হলে র্যাবকে খবর দেন। পরে তাদের আটক করা হয়। আটকৃতদের আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।