ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সমাজের সত্যকে ধারণ করেই কবিতা অনাগত কালের অভিসারী : রবি ভিসি

সমাজের সত্যকে ধারণ করেই কবিতা অনাগত কালের অভিসারী : রবি ভিসি

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র আয়োজিত তাহমিনা কলি’র প্রথম কাব্যগ্রন্থ 'যমুনা পাড়ের মেয়ে' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম।

তিনি বলেন, 'যমুনা পাড়ের মেয়ে' বইটির মধ্যে ভালোবাসা, উপলব্ধি এবং অনুভবের বর্ণিল প্রকাশ দেখতে পাওয়া যায়। আমরা কবি ও সাহিত্যিকদের দেখেছি তারা অমর হয়েছেন তাঁদের সৃষ্টিকর্মের মাধ্যমে। কবিতার যে শক্তি সেই শক্তি দিয়েই কবিরা খুব সহজেই মানুষের মনকে দখল করে ফেলতে পারেন। সময় ও সমাজের সত্যকে ধারণ করেই কবিতা অনাগত কালের অভিসারী। স্বদেশের সঙ্গে জড়িয়ে থাকে কবির পরিচয়। কবি মাত্রই সংবেদনশীল মানুষ। এজন্য তাঁদের দেশপ্রেমানুভূতি সাধারণ মানুষের চাইতে প্রখর হয় । ভিসি তাহমিনা কলি'র বিভিন্ন কবিতার চরণ উল্লেখ করে তার স্বদেশ ভাবনা, ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সমাজ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বিরহ বিচ্ছেদ নিয়ে লেখা কবিতায় উপস্থাপিত কবির উপলব্ধির ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ভালোবাসাবিহীন পৃথিবী ঊষর মরুর মতো। এজন্য কবিরা চিরকাল প্রেমের পূজারী। কারণ তারা সৌন্দর্যকে চায় কল্যাণকে চায় সত্যকে চায়। এ পৃথিবী ততোদিন মানুষের যতোদিন মানুষ সত্য সুন্দর কল্যাণকে ভালোবাসবে এবং ভালোবাসবে কবিতাকে।

এ অনুষ্ঠানে সংস্কৃতিজন আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড. জান্নাত আরা হেনরি, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী শেখ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সমাজ,অভিসারী,ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত