নাটোরে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে আকবর আলী (৫২) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকবর আলী(৫০) শহরের বনবেলঘড়িয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তি করে আকবর আলী পরিবারের খরচ চালাতেন। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে বনবেলঘড়িয়া এলাকায় নির্মানাধীন এক বিল্ডিংয়ের পাশের একটি ঝুপড়ি ঘর থেকে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
নাটোর সদর থাসার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।