সিরাজগঞ্জে অজ্ঞাত যুবকের পরিচয় এখনও মেলেনি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যাওয়া সেই অজ্ঞাত যুবকের (৩২) পরিচয় এখনও মেলেনি। রাখা হয়েছে তার লাশ ওই হাসপাতাল মর্গে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার জনৈক তুহিন অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চলে যায়। ওই হাসপাতালে আর কেউ খোঁজখবর নেয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। ওনদিন বিকেলে হাসপাতাল থেকে এ বিষয়ে সদর থানায় অবগত করা হয়। তবে এখনও ওই হতভাগ্য অজ্ঞাত যুবকের নাম ও পরিচয় মেলেনি। ওই যুবকের পরণে ছেঁড়া লুঙ্গি ও শার্ট রয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিচয় পাওয়া না গেলে সরকারি বিধিমতে তার লাশ দাফন করা হবে।