ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ভর্তূকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

রংপুরে ভর্তূকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

রংপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নির্ধারিত উপকারভোগী পরিবারের অর্থবছরের সেপ্টেম্বরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি'র (মসুর ডাল ও সয়াবিন তেল,চাল) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার দুপুরে ২১ ওয়ার্ডেও নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মাহাম্মদ মোবাশ্বের হাসান । এ এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহবুর রহমান মন্জু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।

রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ৩ টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার এবং চাল ০৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা মূল্য ৪৭০ টাকা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।

রংপুর,ভর্তূকি,টিসিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত