রংপুরে ভর্তূকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নির্ধারিত উপকারভোগী পরিবারের অর্থবছরের সেপ্টেম্বরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি'র (মসুর ডাল ও সয়াবিন তেল,চাল) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার দুপুরে ২১ ওয়ার্ডেও  নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মাহাম্মদ মোবাশ্বের হাসান । এ এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহবুর রহমান মন্জু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।  

রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ৩ টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার এবং চাল ০৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা মূল্য ৪৭০ টাকা।
 অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।