ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে স্যালাইন সংকট নিরসনে অভিযান

রংপুরে স্যালাইন সংকট নিরসনে অভিযান

স্যালাইন এর কৃত্রিম সংকট নিরসনে রংপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকায় কয়েকটি দোকানে স্যালাইন সংকট দেখনো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজহারুল ইসলাম। স্যালাইন ক্রেতারা অভিযোগ করেন, কিছুকিছু দোকানে স্যালাইন থাকার পরও দাম বেশি চাওয়া হচ্ছে।

এ সময় স্যালাইন সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বত্রক সতর্ক রয়েছে বলে জানানো হয়। রংপুরে ডেঙ্গুর প্রকোপের সুযোগে ১০০ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।রোগীর চাপে চাহিদা বাড়ায় তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট।

রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত