টাঙ্গাইল শহরের লায়ন ফিটনেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকালে শহরের ডিসি লেকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি লেক প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জেলা খাদ্য কর্মকর্তা অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের চৌহালি সরকারি কলেজের প্রভাষক ভিপি আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের টাঙ্গাইল শাখার এজিএম মোহাম্মদ আব্দুল মজিদ খান, মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান, মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ক্লাবের অন্যতম সদস্য গাজী সালাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আল আমিন চৌধুরী। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রকাশ, ‘সুস্থ দেহ- সুস্থ মন, তারুণ্য জীবন’- প্রতিপাদ্যে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর লায়ন ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন মর্নিংওয়ার্কে অংশ নেওয়া শিক্ষক, ব্যাংকার, রাজনীতিক, খেলোয়ার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই ক্লাবের সদস্য।