সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সালদাইড় উত্তরপাড়া গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থী শিহাব মোল্লার (১৫) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শরিফুল মোল্লার ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা ৪ এ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত স্কুল ছাত্র জ্বরে আক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে।
স্থানীয় ধাতব্য চিকিৎসায় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে তার ডেঙ্গু পজিটিভ হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকার এশটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। এদিকে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির আলোকিত বাংলাদেশকে বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রন্ত হয়েছে প্রায় ৮’শ এবং এরমধ্যে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭’শ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৪০ জন।