ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শ ম রেজাউল

শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শ ম রেজাউল

শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এজন্য চাই সুষ্ঠ ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা যে যাই করি না কেন সৎ কর্মের মাধ্যমে আমরা মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকতে পারি।

পিরোজপুরে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চেয়ে মন্ত্রী বলেছেন, জাতির জনকের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিমুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশ ও মানুষের সেবায় আপনারা তার কর্মী হিসাবে সততার সাথে কাজ করবেন এ প্রত্যাশা ও অনুরোধ রাখছি। রাজনীতি করা মানে লুট-পাট নয়, দেশের সেবা করা। শুক্রবার বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত সমাবেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অসম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়ীক সমপ্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনু-প্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এধারা অব্যহত রাখতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়ত জোট বলে বেড়াচ্ছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই-আওয়ামীলীগ কখনো দেশ ছেড়ে পালায় না। বরং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা নাকি ক্ষমতায় গিয়ে দুর্নীতি বিচার করবেন। যে দলের নেতা-নেত্রীরা দুর্নীতির দায়ে জেল খাটছে, তারা কীভাবে অন্যের দুর্নীতির বিচারের কথা মুখে আনে। তারেক রহমান নাকি দেশে ফিরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। আওয়ামীলীগ নেতাকর্মীরা এসব হুমকিকে ভয় পায় না। কারণ, আওয়ামীলীগ জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে, কোন দুর্নীতি করে না।

এর আগে মন্ত্রী উপজেলার নাওটানা খেয়াঘাট হতে কলারদোয়ানিয়া গার্লস হাইস্কুল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণ লেবুজিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং কলারদোয়ানিয়া বাজার উন্নয়ন, বেলতলা হতে মাদারবাড়ী সড়কের, দীর্ঘা বাজার উন্নয়ন, দীর্ঘা ইউপি হতে কলারদোয়ানিয়া হাট সড়কে ৫০ মিটার চেইনজে ৩৯ মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেণ।

উন্নয়ন সমাবেশের আওয়ামীলীগ নেতা সাবে ইউপি চেয়ারম্যান শাহ আলম আকনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দুর্নীতিকে আমরা যদি সমূলে বিনাশ করতে না পারি তবে আমাদের অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে না। নতুন প্রজম্মকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিনত করতে। দারিদ্রতা দুর করতে, খুদা দুর করতে, যোগাযোগ বিচ্ছিন্নতা দুর করতে। সে লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করে চলছি। ইতোমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় মন্ত্রী আরও অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেয়েদেরকে লেখা-পড়া করাবেন। সরকার নারীর ক্ষতায়নে বিশ্বাস করে। একটু বড় হলেই মেয়েদেরকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করবেন না। ওরা আর্দশ মানুষ হউক, লেখা পড়া শেষ করে সে যখন সাবলম্বী হবে। তখন ওর বিয়ের সিদ্ধান্ত নিবেন। ছেলেদের দিকে খেয়াল রাখবেন ও মাদকে আসক্ত হয়েছে কিনা ও ইয়াবা সেবন করে কিনা, গাঁজা খায় কিনা। যারা খারাপ লোক তাদের সাথে চলে কিনা।

মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, একজন মানুষ তার সৎ কর্মের মাধ্যমে মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। একজন সৎ মানুষ দেশ ও জাতির জন্য বড় ধরনের সম্পদ।

অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, আওয়ামী লীগ সদস্য গোপাল বসু, মাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু, শুখুরঞ্জন ব্যাপারী, মাস্টার মনিরুজ্জামান অতিয়ার, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসর, নুরুল ইসলাম সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আল আমীন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, যুগ্ম আহবায়ক আল-আমীন সহ জেলা ও উপজেলার প্রত্যেকটি ইউনিটের যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী,পিরোজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত