সিরাজগঞ্জে পুলিশের অভিযানে দুই শিবির নেতা গ্রেফতার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ২ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই পৌর এলাকার একডালা মহল্লার জাহেদুল ইসলাম (২৮) ও আমলাপাড়া মহল্লার বেলাল হোসেন (২৮)। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই ২ মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতামূলক মামলা থাকায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শরিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।