দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের জন্য ৫% শিক্ষা কোটা চালু এবং পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, অবকাঠামো নির্মানসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও রাঙামাটি জেলা হিল উইমেন্স ফেডারেশন।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি উলিচিং মার্মার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত চাকমা পিসিপির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইক্য জাই চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সদস্য উলিচিং মামা, বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি অংসুইচিং মার্মা, পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক টিকেল চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হলে পাহাড়ের শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না। পাহাড়ী জনগোষ্ঠী নানাভাবে বঞ্চনার শিকার হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর জীবনের ফেরাতে হলে চুক্তির পুর্ণ বাস্তবায়নের কোন বিকল্প নেই।