নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক স্থানে একটিমাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মাইক্রোবাসটি পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বিএনপির নেতারা অভিযোগ করেন, মাইক্রোবাসে করে বিএনপির নেতাকর্মীরা বগুড়ায় রোডমার্চ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িতে আগুন দেয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডাল সড়ক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। এসময় মাইক্রোবাসের ১০/১২ জন আরোহী দ্রুত নেমে যায়। কয়েক যুবকে এলোপাতাড়ি মারধর করেন। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
মাইক্রোবাস মালিক রফিকুল ইসলাম জানান, নওগাঁয় পাত্রী দেখার কথা বলে মাইক্রোবাসটি ভাড়া করা হয়। পরে ডাল সড়ক এলাকায় এটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, সকালে মাইক্রোবাসে লালপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বগুড়ায় দলীয় মহাসচিবের রোডমার্চ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। আওয়ামী লীগের ক্যাডাররা মাইক্রোবাসটি থামিয়ে বিএনপির নেতা-কর্মীদের কুপিয়ে জখম করে এবং মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখ বলেন, মাইক্রোবাসে আগুন লাগানোর ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত ছিল না। বিএনপির অভিযোগ মিথ্যা।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গাড়ীতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে গাড়ীতে কিভাবে আগুন ধরেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।