সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির , পিটি আই সুপারিন্টেন্ডেন্ট মো. ইসমাইল হোসেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিশ্বজিৎ কুমার সাহা প্রমূখ।
৪ দিনব্যাপী এ টুর্নামেন্টের প্রথম দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১০টি দল অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫টি দল বিজয় লাভ করে সেমি ফাইনালে অবস্থান করে। এ অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে, জাতীয় সংগীতের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করা হয়।