ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে পাবনার (ভাঙ্গুড়া, চাটমোহর ফরিদপুর) উপজেলার ৮জন অসুস্থ ব্যক্তির মধ্যে ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সভাপতি লোকমান হোসেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ খান, ইবনুল হাসান শাকিল, পাবনা জেলা পরিষদের মহিলা সদস্য মোছা. আফিয়া সুলতানা আঁখি, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আজিদা পারভীন পাখি, চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহববায়ক মো. গোলামমুর্তজা সুজন,যুগ্ম আহব্বায়ক মো. শামীম হোসেন আরিফ,ফরিদপুর উপজেলার বি-নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহিন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুল ইসলাম বিপ্লব ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা হেলাল উদ্দিন খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান আরিফ।