ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা, ১৯ আসামী কারাগারে 

সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা, ১৯ আসামী কারাগারে 

সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ১৯ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাহজাদপুর আমলী আদালতে ২০ আসামী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এক আসামীকে জামিন দেন।

রোববার দুপুরের দিকে ওই আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন।

তারা হলেন, শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের বাতেন মন্ডল, হোসেন মন্ডল, আলিম মন্ডল, এরশাদ মন্ডল, বাবু মন্ডল,আ: খালেক, উজ্জ্বল মন্ডল, মমিন মন্ডল, বাবু মন্ডল, টেক্কা মন্ডল, বাতেন মন্ডল, শেরআলী, হারুন মন্ডল, মালেক মন্ডল, ফরিদ, হাকিম, জিয়া মন্ডল ও সাজাই মন্ডল। ওই আদালতের সিএসআই নুরুজ্জামান সরদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আমাদের শাহজাদপুর প্রতিনিধি জানান, উক্ত উপজেলার পোতাজিয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা আমজাদ হোসেন খান বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে গত ১১ সেপ্টেম্বর সীমানা নির্ধারন করতে যান এবং এ সম্পত্তিতে বিবাদিদের প্রতি বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও আসামীরা বে আইনী অস্ত্রে সস্ত্রে ঘিরিয়া ধরে সরকারি কাজে বাধা প্রদান করা হয় । এতে ভূমি অফিস সহায়ক জামিল হোসেন শারিরীক ভাবে জখম হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, এ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত