নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে বরেন্দ্র একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
স্থারীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রাজশাহীগামী বরেন্দ্র একপ্রেস টেনটি নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এসময় ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে পেছনের একটি বগির সামনে রেল লাইনে সুয়ে পড়ে ওই ব্যক্তি। পরে ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয়।
নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম
জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটার খবর ওসি (জিআরপি-সান্তাহার)কে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্বার করে স্টেশন প্ল্যাটফর্মে রাখা হয়