ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়ী আটক

ভাঙ্গুড়ায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়ী আটক

পাবনার ভাঙ্গুড়ায় জুয়া খেলার আসর থেকে ৩ জন জুয়াড়ীকে নগদ টাকা ও ২ টি মোবাইলসহ আটক করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এএস আই সায়েদুল ইসলামসহ সঙ্গে ৪জন ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন এস আই আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের কবরস্থানের মেইন গেটের ফাঁকা যায়গা থেকে জুয়ার আসর থেকে ৩ জন জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। রানা আহম্মেদ (৪৫), পিতাঃ মৃত আজিজ মাষ্টার গ্রামঃ টলটলিয়া পাড়া,২। মো. নয়ন (৩৫) পিতাঃ রইজ উদ্দিন, ৩। মাহফুজুল ইসলাম (৩৫) উভয়ের বাড়ি পার-ভাঙ্গুড়া। এদের কাছ থেকে ১০৪টি তাস, নগদ অর্থ ৫ হাজার ৫ শত টাকা এবং দুটি মোবাইল জব্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া,আটক,জুয়াড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত