ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাদারগ‌ঞ্জে পাগলা কুকু‌রের কামড়ে পথচারী ও শিক্ষকসহ ২০ জন আহত

মাদারগ‌ঞ্জে পাগলা কুকু‌রের কামড়ে পথচারী ও শিক্ষকসহ ২০ জন আহত

জামালপুরের মাদারগঞ্জ সিধুলী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে পথচারী ও শিক্ষকসহ ২০ জন আহতের ঘটনা ঘটেছে ।

গতকাল রবিবার উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করেই বাজারে আগত লোক জনের ওপর আক্রমন করে এতে মুহুর্তেই ২০ জন আক্রান্ত হন।

পাগলা কুকুরের কামড়ে আক্রনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মিরন।

কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা হলেন, চর ভাটিয়ান জি পি স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, শ্যামগগ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রন্জু আহাম্মেদ, আনিস, নুরনবীসহ ২০জন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

শ্যামগঞ্জ বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন থেকে শ্যামগঞ্জ বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কুকুর নিধনের কোন ব্যবস্থা নেই। প্রতি মাসেই স্থানীয় বাসিন্দারা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে থাকেন।

তবে ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মিরন বিষয়টি নিয়ে কতৃপর্ক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মাদারগ‌ঞ্জ,কুকু‌র,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত