সিরাজগঞ্জে ডেঙ্গু পরীক্ষার মূল্য প্রদর্শণ না করায় জরিমানা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ডেঙ্গু পরীক্ষার ফি প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ২ দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া বাজার, কাশিয়াহাটা বাজার ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কড্ডার মোড় এলাকায় ডেঙ্গু পরীক্ষার ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় বেসরকারি একটি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া কাশিয়াহাটা বাজারে আলু, ডিম, পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় খালেক সবজি ভান্ডারকে ১ হাজার টাকা ও সুমাইয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।