ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুইজনের যাবজ্জীবন

বরিশালে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুইজনের যাবজ্জীবন

বরিশালে পৃথক ধর্ষণ ঘটনায় ১০ ও ১১ বছরের পর দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। পাশাপাশি দুই দণ্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন রায় দেন। রায় ঘোষণার সময় দুই দণ্ডিত এজলাসে উপস্থিত ছিলেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

দন্ডিতরা হলেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

পৃথক দুই মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আহতী বাটরা গ্রামের বাড়ীর পাশের ধানক্ষেতে গরু তাড়াতে যায় ১১ বছর বয়সী শিশুকন্যা। ক্ষেতের পাশে থাকা রজত তখন শিশু কন্যার মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে রজত। এ ঘটনায় শিশুকন্যা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করে। থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালের ৪ আগস্ট রজতকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে খাবারের প্রলোভন দিয়ে দোকানের পিছনে নেয় দোকানী আবুল হোসেন বালী। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় এক ক্রেতা এসে দোকানী আবুলকে না পেয়ে পিছনে উঁকি দিয়ে শিশুকে ধর্ষণ করতে দেখে মাদ্রাসায় গিয়ে জানিয়ে দেয়। পরে মাদ্রাসার শিক্ষকরা গিয়ে শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করে। উজিরপুর মডেল থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৪ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন।

বরিশাল,শিশু,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত