নাটোরে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটেরিয়ামে আয়োজিত দিসবটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো অনিমা চৌধুরী অডিটেরিয়ামে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে এক আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর-২ (নলডাঙ্গা- নাটোর সদর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- (নাটোর-নওগাঁ) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম,
উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ। পরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।