পুলিশের জোর তদন্ত
সিরাজগঞ্জে বসতবাড়ির পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বসতবাড়ির আঙ্গিনা থেকে কৃষক সাখায়াত হোসেনের (৪৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার দিঘলগ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের জনৈক আবু বক্করের বসতবাড়ির আঙ্গিনায় সোমবার দুপুরে ওই কৃষকের লাশ পড়ে থাকতে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত কৃষকের পরিবারের লোকজনকে দফায় দফায় জিজ্ঞাসাসাবদ এবং অধিক তদন্ত চলছে। তবে এটি হত্যা না আতœহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।