"বিএনপির সঙ্গে জোট করাটা ছিলো আমার জীবনে সবচেয়ে বড় ভুল" : কাদের সিদ্দিকী

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আমার জীবনের সবচেয়ে বড় ভুল ড. কামাল হোসেনকে নেতা মেনে সবার পরে তাঁর পেছনে গিয়েছিলাম, তিনি বিএনপির সঙ্গে জোট করেছিলেন। কিন্তু তিনি কোন বড় নেতা নন। আমি যেমন সবার পরে জোটে গিয়েছিলাম তেমনি নির্বাচনের একমাস পরে আমি জোট ছেড়ে দিয়েছি। জোট ছেড়েছি এই জন্য যে, ভোট ভালো হয়নি। আমার মেয়ে নির্বাচন করেছিল সে যদি বিএনপি'র জোটের কয়েক নেতার মত নির্বাচিত হয়ে এই সংসদে যেত তাহলে আমার মান-সম্মান থাকতো না। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে দারিয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এ কথাটি আমি মানি না। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই বলেন, জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধুকে খুন করেছেন, জড়িত ছিলেন, অথবা জানতেন‌। এসব মুখে না বলে মামলা দিয়ে সাক্ষী প্রমাণে মরণোত্তর ফাঁসি দিলেও আমার কোন আপত্তি নেই। কিন্তু তিনি কোন মুক্তিযোদ্ধাই নন পাকিস্তানিদের এজেন্ট এ কথা বলে মুক্তিযোদ্ধাদের ছোট করা ভালো না। তিনি বলেন, বিএনপির ভাইয়েরা হাওয়া ভবন বানিয়েছিল কিন্তু আওয়ামী লীগও খাওয়া ভবন কম বানায় নাই। একবারের জন্যও বিএনপি বলেনি হাওয়া ভবন করা আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে মাফ চাই। বিএনপির উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ওনারা নাকি খুব জনপ্রিয়। আগামী সপ্তায়ই নাকি প্রধানমন্ত্রী হবে, আচ্ছা হয়ে দেখেন, ইয়াহিয়া খানও তো চেয়েছিলেন কিন্তু বাংলার মাটি পায় নাই,পায় নাই। বাংলার মানুষের ইচ্ছা ও মতামত ছাড়া বাংলার মাটি কেউ পাবে না

জো-বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যার সেলফি নিয়ে এত কথার কিছু নেই, কালতো ভাতও একসঙ্গে খাবেন। তাই এসব নিয়ে কথা না বলে দেশকে নিয়ে কথা বলুন, দেশের চাউলের দাম কত, পেঁয়াজের দাম কত, ডালের দাম কত তা নিয়ে কথা বলুন। একজন আছে ক্ষমতায় থাকবার আরেকজন আছেন ক্ষমতা যাওয়ার চেষ্টায়।

দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে অন্যানের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীর প্রতীক,কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, দুলাল হোসেন, সানোয়ার হোসেন সজীব, সানোয়ার হোসেন মাস্টার,আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ বক্তব্য দেন।