সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামের ৬ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে ওই এলাকায় বাধের উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী।
সমাজ সেবক মোহাম্মদ লাল মিয়া মোল্লার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফুল শেখ, তাহাজ শেখ, আসাদুল সরকার, মা নুরজাহান খাতুন প্রমূখ। বক্তারা বলেন, উক্ত শিশুকে ধর্ষণের পর দুইজন নারীর সহযোগিতায় নজরুলসহ ৮ জন পরিকল্পিত ভাবে হত্যা করে। এ হত্যার ৩ দিন পর তার খন্ড লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় প্রধান আসামী নজরুল গ্রেফতার হলেও অন্য আসামীরা গ্রেফতার হয়নি। আসামীদের হুমকিতে নিহতের পরিবার এখন বাড়ি ছেড়ে মানবেতর জীবনযাপন করছে। এজন্য দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।