ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের হাটিককুমরুল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বুধবার দুপুরের দিকে থানা চত্বরে এ অনুষ্ঠান করা হয়। ওসি এসএএম বদরুল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া রিজিয়নের সহকারি পুলিশ সুপার হরিশ্বর রায়।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কমিউনিটি ফোরামের সলঙ্গা থানার সভাপতি ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা। এ সময় জন প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ওপেন হাউজ ডে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত