সিরাজগঞ্জে তাঁতিদের মাঝে বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ৫টি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় তাঁত বোর্ডের আয়োজনে এ কেমিক্যাল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহামুদ হোসেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কালিয়াহরিপুর ৩ নাম্বার ওয়ার্ড সমিতি, শাহজাদপুর উপজেলায় গাড়াদহ ইউনিয়ন, দূর্গানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সমিতি, খুকনী ইউনিয়নের ২নং ওয়ার্ড ও উল্লাপাড়া পৌর এলাকার প্রাথমিক সমিতির মোট ১২৬ জনকে ৪ কোটি ৯৫ লাখ টাকার ক্যেমিক্যাল, রং ও সুতা বিতরন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তাঁত বোর্ডের উপ-সচিব আবু মাসুদ, মহাপরিচালক কামনাশীষ দাস, কাষ্টমস অফিসার রোজিনা খাতুন, সভাপতি মনোয়ার হোসেন প্রমূখ। এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন, সরকার তাঁতিদের দিকে এভাবে সু–নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে পাবে।