সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার সাহানগাছা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় ভ্যান চালক বাদশা আলম (৪০) নিহত হয়েছে। সে বগুড়ার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্প্রতিবার সকালে ওই ভ্যানচালক আড়ত থেকে সব্জি বিক্রি করে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয় এবং ওই ৩ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরেণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।