ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামা‌টি‌ সদ‌রে জেলা প্রশাস‌কের মত‌বি‌নিময় সভা

রাঙামা‌টি‌ সদ‌রে জেলা প্রশাস‌কের মত‌বি‌নিময় সভা

রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মৌজা, হেডম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার (২১ সে‌প্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মতবিনিময় সভায় অংশ নেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিন‌তে আ‌মিন এর সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ‌্য সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপ‌জেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম, দু‌র্গেশ্বর চাকমা, কোতয়ালী থানার ওসি মোঃ আ‌রিফুল আ‌মিন, সহকারী ক‌মিশনার ( ভু‌মি) উম্মে মুস‌লিমা প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ইউপি চেয়ারম্যান, মেম্বার ও হেডম্যান‌দের উদ্দে‌শ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ল‌ক্ষ্যে সরকা‌রের প্রতি‌টি গুরুত্বপুর্ণ তথ্য বা নি‌র্দেশনা প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর কা‌ছে পৌছে দেওয়া আমা‌দের সক‌লের দা‌য়িত্ব। প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর সা‌থে যোগা‌যোগ বাড়া‌তে হ‌বে। দুর্গম অঞ্চলে শিক্ষার হার বাড়াতে হবে। প্রত্যেক বেসরকারী নাগ‌রিক‌কে সর্বজনীন পেনশ‌নে উদ্বুদ্ধ করতে হ‌বে। এছাড়া সদ‌রের পর্যটন, কৃ‌ষি, মৎস্য, স্বাস্থ্য, আইনশৃঙ্খলার প্রতি গুরুত্বা‌রোপ কর‌তে হ‌বে।

তি‌নি আ‌রো ব‌লেন, রাঙামা‌টি সদ‌রের সরকারী কর্মকর্তারা কা‌জেক‌র্মে অ‌নেক ভালো কর‌ছেন। সবার ম‌ধ্যে হৃদ্যতাপুর্ণ সম্পর্ক দে‌খে খুব ভাল লে‌গে‌ছে। সক‌লের স‌ম্মি‌লিত প্রচেষ্ঠায় রাঙামা‌টি সদর উপজেলাকে আরও সমৃদ্ধ উপজেলায় গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সভা,মত‌বি‌নিময়,রাঙামা‌টি‌
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত