“অ‌বৈধ অস্ত্র পাহাড়ের পর্যটন বিকাশে বড় বাধা”

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আ‌লোর মুখ দেখ‌ছেনা। এর প্রধান ও অন্যতম বাধা অবৈধ অস্ত্র বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম‌পি। 

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে রাঙামাটি পর্যটন শিল্পের সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তি‌নি বলেন, যত‌দিন অ‌বৈধ অস্ত্রধারী‌দের দৌরাত্ব থাক‌বে, তত‌দিন রাঙামা‌টির পর্যটন সম্ভাবনার উন্ন‌তি ঘট‌বে না। তারপরও জেলার পর্যটন‌ সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে হ‌লে স্থানীয়‌দের পর্যটনবান্ধব মান‌সিকতা থাক‌তে হ‌বে। অপ‌রিচ্ছন্ন শহর কোনভা‌বেই পর্যটক‌দের আকর্ষন ক‌রে না। হোটেল-মোটেলগুলোতে সেবার মান বাড়াতে হবে। ‌নিরাপদ ও আরামদায়ক ভ্রম‌নের ব্যবস্থা কর‌তে হ‌বে। 

রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা সমাজ সেবা কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্য, প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ প্রমূখ।