ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান

নাটোরে কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান

নাটোরের বিশিষ্ট কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে সাবেক খেলোয়াড়রা।

শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তরা মটেলে নাটোরের সাবেক খেলোয়াড়দের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, উত্তরা মটেলের পরিচালক নাছিমা আক্তার বানু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফরহাদ হোসেনসহ জেলার সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার এর সেরা ৫০গল্প নিয়ে কলকাতায় প্রকাশিত গল্পগ্রন্থ সেরা ৫০গল্প প্রকাশিত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

নাটোর,সংবর্ধনা,জাকির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত