গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৩৬ টি স্কুল ও ৭ টি ক্লাবে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খোরশেদ আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি কাশিয়ানী উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭ টি ক্লাবের প্রতিনিধির হাতে ফুটবল, ক্রিকেট সেট, কেরাম, দাবা সেট সহ ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের দেহ মন সুস্থ থাকবে। হার্ট অ্যাটাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাদের মোবাইল আসক্তি কমে আসবে। তিনি শিক্ষার্থীদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মিলন সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তারাই সৃজনশীলতার স্বাক্ষর রেখে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাদের সেভাবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনে অনুরোধ করেন।