ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে অতিবৃষ্টিতে ১৪০ হেক্টর আমন ধান পানির নিচে

বীরগঞ্জে অতিবৃষ্টিতে ১৪০ হেক্টর আমন ধান পানির নিচে

দিনাজপুরের বীরগঞ্জে গত ৩ দিনের অতিবৃষ্টির কারনে উপজেলার নিজপাড়া ইউনয়নের নিজপাড়া গ্রামে ১৪০ হেক্টর জমির আমন ধান পানির নিচে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে সোমবার দুপুরে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান, এডিপি পিপি মো. মাহাবুবুর রহমান ও বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক সাক্ষাত কারে আামাদের প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনকে জানান বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন মৌসুমে ২৯ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করা হয়েছে। আর বৃষ্টি না হলে দুই একদিনের মধ্যে পানি শুকিয়ে যাবে। এবছর লক্ষমাত্রার চেয়ে বেশি আমন ধান উৎপাদন হবে বলে তিনি আশা করেন।

বীরগঞ্জ,অতিবৃষ্টি,নিচে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত