সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নামাকলামুলা গ্রাম থেকে গৃহবধূ জিয়াসমিনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১৬ বছর আগে সাইদুল পাশ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার বিহাস গ্রামের জিল্লুর রহমানের মেয়ে জিয়ানমিনকে বিয়ে করে। এ বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনে কোন ঘটনা ঘটেনি। তবে রোববার রাতে ওই গৃহবধূ স্বামীর ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এখন জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।