বরিশালে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৪২১

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গোটা বিভাগে মোট ৯৪ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪২১ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ ম-ল সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার তাসলিমা (৪০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মোঃ জলিল (৫৫),  পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিসাফা এলাকার আমির আলি (৭৫)। তাসলিমা ও জলিল বরিশাল শের ই বাংলা মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আমির মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪২১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৭৪ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৫০ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৯০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১৮ জন, পটুয়াখালীতে  ৩৫ জন, ভোলায় ৩১ জন, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে বাইশ হাজার ৭৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একুশ হাজার ৪১৭ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে চুরানব্বই জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ৮ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠির হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।