‘পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকল্প শেখ হাসিনার অনন্য উদ্যোগ’

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, পল্লী সঞ্চয় ব্যাংক প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্দ্যোগ। গ্রাম গঞ্জের মানুষ যখন বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতারিত হচ্ছে, ঠিক তখন প্রধানমন্ত্রী গ্রাম গঞ্জের সাধারণ মানুষের কথা চিন্তা করেই এ কার্যক্রম চালু করেন। পল্লী সঞ্চয় ব্যাংক খুব স্বল্প ঋণের মাধ্যমে সাধারণ মানুষকে সাবলম্বী করার সেবা দিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে এ প্রকল্পের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উন্নয়ন কর্মকান্ডগুলো আপনাদের এখন প্রচার করতে হবে। এ উদ্দ্যোগকে টিকিয়ে রাখতে হলে নৌকার কোন বিকল্প নাই।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা।

স্বাগত বক্তব্য দেন-পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ শরীয়ত উল্লাহ সায়েম। উপজেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক (বিআারডিবি) ’র চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের কর্মকর্তা ও সুধীবৃন্দ।

উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।