রংপুরে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিএসটিআই রংপুর এবং উপজেলা প্রশাসন, মিঠাপুকুর এর যৌথ উদ্যোগে মিঠাপুকুর উপজেলায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিঠাপুকুরের মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনকে অকটেন ইউনিট এ প্রতি ১০ লিটারে ১৩০ মিলি কম প্রদান কম প্রদান করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময়  প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও ফিল্ড অফিসার সিএম খন্দকার মো. জামিনুর রহমান।